Premer desher - Zarra Singh
আমি রাজা হতে চাই
শুধু প্রেমের দেশের
যদি তুই রানী হয়ে যাস
তাহলে
হবো প্রেমের দেশের
নইলে নেই দরকার
এমন রাজার সংসার
সোনা মানিক অনেক পাবো
তোকে ছাড়া নেই দরকার
আমি রাজা হতে চাই
যদি তুই রানী হয়ে যাস
নইলে রইল রাজপাট
আমি চললাম রাজঘাট
সেখানে বাধবো একটা
কুঁড়েঘর
যদি তুই করে দিস
আমাকে পর
আসন তো সবাই পায়
কেউ বসতে চায়
কেউ চায় না
যদি মনের মতোন না হয়
সেরকম আমিও এক প্রেমী
পড়েছি তোর প্রেমে
ধন দৌলতের পেছনে গিয়ে
যদি যায় জমে
লাভ কি তাতে তুই না এলে
সাধন প্রসাধনে শরীর সাজবে
মনের দরকার, তরপাবে
আমাকে বারে বারে বলবে
তোর কাছে সব আছে
নেই ওর প্রেম
শরীরের বাইরে সব আছে
হৃদয় শূন্য প্রেম
আমি রাজা হতে চাই
যদি তুই রানী হয়ে যাস
নইলে,,রইল রাজপাট
আমি চললাম রাজঘাট
সেখানে বাধবো একটা
কুঁড়েঘর
যদি তুই করে দিস
আমাকে পর
বুঝে নে, চিনে নে
এই প্রেম আর
কোথাও পাবি না
একবার বুঝে নে,
আমার মনের যন্ত্রণা
[End]
Premer desher - Zarra Singh
Ami Raja Hote Chai
[End] 💯
Song Meaning
The song expresses the deep longing of a lover who desires to be a king, but only if his beloved becomes his queen. Without her, all the riches and luxuries of life hold no meaning. The lyrics emphasize that love is the most valuable treasure, surpassing material wealth like gold and jewels.
The singer expresses that if his beloved does not accept his love, he would rather give up his royal life and live a simple life in a small hut. He believes that a throne without love is empty and meaningless. He values true love over materialistic possessions and insists that without his beloved, his heart will remain incomplete.
The song also highlights the idea that external beauty, wealth, and status cannot replace genuine love and emotions. The singer pleads with his beloved to recognize the depth of his love, as she may not find such true affection anywhere else. In the end, he urges her to understand his pain and accept his love, which is pure and sincere.