Sukher Swapno - Zarra Singh
আমার চোখ এর থেকে
তোমার চোখে বসে
দেখছে আমার স্বপ্ন।
গভীর নিদ্রাতে
ঘুমিয়েও যেন জাগা জাগা
ভালোবাসার আলো ছায়া
রঙিন কখনো কালো সাদা
মেঘ গুলোর যাওয়া আসা
তোর শুয়ে থাকা মুখরে
যেন চন্দ্রিমা এসেছে
চোখ বোঝা নয়নেতে
নব ভঙ্গিমা এসেছে
না তাকিয়ে থাকি কেমনে
সুন্দর চাঁদের পানে
জোসনা তুই একেবারে
আমারে করে নে
আমি দেখছি তোর স্বপ্ন
তুই আমারও
এইভাবে দিবারাত্রি
প্রেম ধরে রাখিও
জেগে যাব তোকে নিয়ে
প্রেমের সুপ্রভাতে
প্রেম কাননের প্রজাপতি
থাকবে মোদের সাথে
হাওয়া যখন কৃষ্ণচূড়ার
ফুল ঝরিয়ে দেবে
তোর ওপর পড়বে যখন
প্রেম ভরিয়ে দেবে
তোর কোলে মাথা রেখে
সুন্দর সন্ধ্যা এনে দেবো
তারা গুলো কইবে কথা
তোর গান শুনিয়ে দেবো
চিরদিনই এমন ভাবে
থাকবো দুজন সাথে
পৃথিবীর এই পরমপ্রান্তে
দুজনে একসাথে
[End]
Sukher Swapno - Zarra Singh
Amar chokh er theke
Dujone eksathe
Song Meaning
The song expresses a deep and dreamy love where the speaker feels emotionally and spiritually connected with their beloved. They describe how their dreams are now seen through the eyes of their lover, even in deep sleep, where the presence of love keeps them semi-awake, surrounded by colors, shadows, and the movement of clouds. The beauty of the beloved’s sleeping face resembles moonlight, and the closed eyes radiate a new charm. The speaker is so captivated that they find it impossible to look away, comparing their lover to a full moon that has completely taken over their heart.
They feel they are dreaming of each other — a shared, intertwined love that exists day and night. The speaker wants to wake up every morning with this love and imagines a beautiful garden of romance where butterflies flutter around them. Even when the breeze makes flowers fall, that gentle touch will pour love onto the beloved. Resting their head in their lover’s lap, they dream of creating peaceful evenings, where even the stars speak and sing songs of love.
The song ends with a promise — that they will stay together like this forever, side by side, even at the farthest edge of the world, bonded in love.