Modte Chai - Zarra Singh
শিশির হয়ে ভিজিয়ে দেবো
তোর মনের পাতায় পাতায়
তোর স্বপ্নে থাকবো আমি
শুধু আমার ভালোবাসায়
তোর চোখের নীল আকাশে
তোর মনের পাখি হয়ে
উড়তে থাকবো সারা জীবন
তোর প্রেমের হাওয়ায় বয়ে
আরো উরতে চাই
আরো উরতে চাই
দে ভরিয়ে তোর প্রেমে
তোর প্রেমে মরতে চাই
এই মরণ ভালোই হবে
শুধু নিঃশ্বাসে রয়ে যাবে
সারা জীবন বাঁচার সুখ
বুকের প্রেম পাবে
তোর কন্ঠে আমারই কথা
খুবই ভালো লাগে
তোর সাথে চার,,, কদম
চলতে ভালো লাগে
ভালোলাগার অনেক কিছুই
ভালোবাসায় ভরে
ছরিয়ে দেবো দিনে দিনে
তোর প্রেমের ঘরে
নতুন ছন্দে নতুন গানে
তুই প্রেম,,, আমি প্রেমী
প্রেমের গান শুনলে পরে
হৃদয়ে ওঠে, সুনামি,,,
ছুটে যাই তোর প্রেমের পাড়ে
সবকিছু উজাড় করে দিতে
কোন বাধা মানে না যে,,
মন,,,
তোর ভালোবাসাতে
তুই আমার মেঘের চিঠি
যতই পড়ি ততই ভিজি
মনের বর্ষণ থামেনা যে
ভরে যায় মনের দিঘী
আরো ভিজতে চাই
আরো ভিজতে চাই
দে ভরিয়ে তোর প্রেমে
তোর প্রেমে মরতে চাই
এই মরণ ভালোই হবে
শুধু নিঃশ্বাসে রয়ে যাবে
সারা জীবন বাঁচার সুখ
বুকের প্রেম পাবে
Modte Chai - Zarra Singh
Shishir Hoye Bhijiye Debo
[End]
Song Meaning
The song expresses deep love and devotion, comparing emotions to natural elements like dew, clouds, and rain. The singer wishes to immerse themselves in their beloved’s love, like morning dew touching every page of their heart. They dream of soaring freely in their partner’s love, just like a bird in the sky.
There is an intense desire to experience love fully, even if it means losing oneself in it. The singer finds joy in the beloved’s voice and presence, cherishing every shared step. The song highlights how love brings immense happiness and creates a storm of emotions in the heart, just like a tsunami.
The lover describes their beloved as a "letter from the clouds," meaning that every message or presence from them brings refreshing emotions. No matter how much love is received, it is never enough, and the heart continues to long for more.
Ultimately, the song conveys that true love is eternal and fulfilling, leaving behind a deep sense of happiness and belonging that lasts a lifetime.