সাত রঙ দিলো
রাম ধনু রঙ্গে
ভালোবাসা এলো
প্রাণের সঞ্চারে শব্দ এসে
আবার বলে দিলো
গীতাঞ্জলির পাতা থেকে
কিছু গান নিয়ে এলো
গীত মালা নিয়ে গুরু এসেছেন
জাদুর কলম হাতে
লিখে দিলেন আরো একবার
দেখো প্রাণ আছে তাতে
জেগে উঠেছে নব নব ছন্দে
ফুল ফুটেছে মনের আনন্দে
নব উত্তরনে, নব উত্তরনে
এই ভুবন হারিয়ে যাবে
গুরুর ছন্দে ছন্দে
মনের আনন্দে
এই বৈশাখের বেলাতে
শুভ বৈশাখের বেলাতে
গুরুদেবের গান চলে
সব পাড়া মহল্লাতে
ঝুমুর নাচে শব্দের ছন্দে
বৈরাগী মন ও আনন্দে
ঝুমুর নাচে শব্দের ছন্দে
বৈরাগী মন ও আনন্দে
জেগে উঠেছে নব নব ছন্দে
ফুল ফুটেছে মনের আনন্দে
নব উত্তরনে, নব উত্তরনে
এই ভুবন হারিয়ে যাবে
গুরুর ছন্দে ছন্দে
মনের আনন্দে
[End]
[End]
The song "Eshechen Guru" is a tribute to wisdom, art, and the power of a great teacher (Guru). It describes the arrival of a spiritual or artistic guide who brings new inspiration and energy into the world. The song uses vibrant imagery, such as the seven colors of the rainbow, to symbolize love and enlightenment.
The lyrics highlight the magic of words and music, emphasizing how they breathe life into emotions and awaken the soul. The reference to Geetanjali (a collection of poems by Rabindranath Tagore) suggests that the Guru carries the legacy of poetry, melody, and deep philosophical wisdom.
As the Guru writes with his "magical pen," he creates a rhythm that fills the world with joy and meaning. The song paints a picture of renewal, where new rhythms and fresh emotions bring happiness, like blooming flowers in spring. The reference to Boishakh (the Bengali New Year) reinforces the theme of a fresh start and cultural celebration.
The chorus captures the essence of devotion and reverence, as people dance and rejoice in the Guru’s presence. The imagery of Jhumur dance (a traditional folk dance) and the wandering soul in ecstasy depict a spiritual awakening through art and music.
Overall, "Eshechen Guru" is a song about the transformative power of wisdom, poetry, and music. It celebrates the way a true Guru can touch hearts, inspire creativity, and bring people together in a shared rhythm of happiness and enlightenment.