Ek Muhurto - Zarra Singh
এক মুহূর্ত আগে
যেটা ছিল এখন আর নেই
বদলে গেলো
এক মুহূর্তেই
নতুন বছরের হইচই
আলোয় আলো ভরে দিলো
ঘরে টেকে না মন
ভৈব আগমন দেখে নয়ন
জুড়ায় এই মন
নতুন বছরে এসে গেলো
ঘরে টেকে না মন
শুভ বর্ষের সমাগমে
মেতেছে জীবন
পুরানো সে তো পুরানো ই
আজ নতুন দিনের আগমন
এক মুহূর্ত আগে
যেমন তেমন
এক মুহূর্ত পরেই এমন
ভাবনা গেলাম ভুলে
নতুন ফুলে ফুলে
রংবাহারি আকাশ বাতাস
মনের কোলে দোলে
আনন্দ আর আনন্দে ই
সব দুঃখ ভুলে
নতুন বছর দিয়ে দিলো
আমার হাতে তুলে
এমন থাকুক সারা জীবন
আনন্দেতে মন
আলোয় আলো ভরে গেলো
ঘরে টেকে না মন
এক মুহূর্ত আগে
যেমন তেমন
এক মুহূর্ত পরে, এমন
নতুন বছরে এসে গেল
ঘরে টেকে না মন
Ek Muhurto - Zarra Singh
Ek muhurto aage
Song Meaning
Just a moment ago, things were as they were—but now everything has changed in an instant, swept away by the excitement of the New Year. Light has filled the surroundings, and the heart can no longer stay confined within the home. The soul finds peace and joy just by witnessing the vibrant arrival of the new year. With the coming of this fresh beginning, life is immersed in celebration. The old remains in the past, and a new day has arrived with new hope. In just one moment, everything has transformed.
All worries and thoughts are forgotten amidst blooming flowers and colorful skies. The breeze, the air—everything feels festive. In this happiness, all sorrows fade away, and the New Year places joy gently into our hands. May life remain like this always—full of happiness and light. The home overflows with joy and radiance, and the heart can no longer stay still. Just a moment ago, everything was ordinary, but now everything feels so wonderfully new with the arrival of the new year.