Sagarika - Zarra Singh
ও আমার সাগরিকা
তোমার নয়ন এর নেশা
আমায় মাতিয়ে রেখেছে
দিয়ে তোমার ভালবাসা
শুধু আমাকে
শুধুই আমাকে
মনের তরঙ্গে যেই ঢেউ ওঠে
কখনো ডুবি
কখনও থাকি ভেসে
অপরূপ আনন্দে
তোমার প্রেমের তরঙ্গে
অপরূপ আনন্দে
মনের মাঝে তুমি নাচাও
প্রেমের ছন্দে ছন্দে
অথৈ জলে ডুবেও আমি
বেঁচে থাকতে চাই
তোমার সাগরে
ও আমার সাগরিকা
ও আমার সাগরিকা
তোমার নয়ন এর নেশা
আমায় মাতিয়ে রেখেছে
দিয়ে তোমার ভালবাসা
শুধু আমাকে
শুধুই আমাকে
এই সুন্দর পৃথিবীকে
আরো সুন্দর করে তুলতে
তুমি যথেষ্ট
প্রাণ ভরে ভালবাসতে আমাকে
পৃথিবী সুন্দর হয়ে যায় ওগো
ভালো লাগে তুমি থাকলে সাথে
আমার কাছে তোমার
ভালোবাসা পেলে
একদম স্পষ্ট
ভালোবাসা দিয়েছো আমাকে
ও আমার ও আমার
সাগরিকা
তোমার নামের মধ্যে
আমার প্রেমের যাত্রা
ও আমার ও আমার
সাগরিকা
তোমার নামের মধ্যে
আমার প্রেমের যাত্রা
[End]
[End]
Song Meaning
The song "Sagarika" is a romantic and poetic tribute to a beloved, whose presence and love feel like the vast, enchanting sea. The name "Sagarika" itself symbolizes the ocean, representing deep emotions, endless love, and an irresistible attraction.
The singer expresses how the eyes of Sagarika hold a mesmerizing charm that keeps them captivated, lost in the intoxication of love. The emotions flow like waves—sometimes sinking deep, sometimes floating in pure joy—just like the unpredictable yet beautiful movement of the sea. The lover’s affection creates an overwhelming sense of happiness, making the heart dance in the rhythm of love.
Even in the depths of love, the singer wishes to stay, embracing both the highs and lows of the relationship. Sagarika's love is enough to make the world feel more beautiful, proving that her presence alone brings immense happiness.
The song beautifully conveys how true love is clear, unconditional, and life-changing. It ends with the realization that Sagarika's name itself holds the essence of this love journey, making it eternal and meaningful.