Bhebechhilo Ekti Pakhi - Zarra Singh
ভেবেছিল একটি পাখি
বন্দী হবে তার মনের খাঁচায়
বেঁচেছিল এটাই ভেবে
মরি যদি তার ভালোবাসায়
কিন্তু পড়েছে মরীচিকায়
মড়ছে মরীচিকায়
খুঁজেছে বাঁচার উপায়
ভুগছে অসহ্য যন্ত্রণায়
জানেনা ও বোঝেনা ও
পড়েছে কোন ফাঁদে
পাখির জীবন ভালোই ছিল
এখন জীবন কাঁদে
কেউ কখনো না নিয়ে কিছু
কখনো দিতে চায় না
ভালোবাসা ভুলে যাও
সে কেউ চায় না
শুধু গরম থেকো
পকেট থেকে
শূন্যতা কাকে বলে
ও বোঝেনি আগে
যে ছিল পরিপূর্ণ নিজের জীবনে
পথ হারিয়ে দিশা হারিয়ে
ঘুরছে নির্জন ভুবনে
মুক্ত বাতাসে ও
নিঃশ্বাস কেন বন্ধ
ঘুচেছে মনের আনন্দ
আনন্দের জালে
জল ভরতে গিয়ে
নিরানন্দ আর মন্দ
আজব মনের দ্বন্দ্ব
কেউ কখনো, না নিয়ে কিছু
কখনো দিতে চায় না
ভালোবাসা ভুলে যাও
সে কেউ চায় না
শুধু গরম থেকো
পকেট থেকে
[End]
Bhebechhilo Ekti Pakhi - Zarra Singh
Bhebechhilo Ekti Pakhi
[End]
Song Meaning
This song conveys the emotions of a bird (symbolizing a person) that once believed in love and wanted to be captured in the cage of affection. It was willing to surrender itself completely for love, believing that such a bond would bring happiness. However, reality turned out to be different—it found itself trapped in an illusion, struggling to escape unbearable pain and suffering.
The lyrics reflect the internal conflict and realization that love is not always as selfless as one hopes. The bird (or person) feels deceived, lost, and helpless, searching for a way to survive amidst emotional turmoil. It regrets giving everything to someone who never truly valued it.
The song also touches on themes of emptiness and longing. The once-free bird now finds itself suffocating even in open air, unable to experience the joy it once knew. It struggles with feelings of loneliness, betrayal, and regret, realizing that people often take without giving anything in return.
Ultimately, the song paints a melancholic picture of disillusionment in love, portraying how someone who was once fulfilled is now wandering in a lonely world, searching for meaning in the aftermath of heartbreak.