Jage Mone Joy - Zarra Singh
জাগিয়ে রেখো যেমন জগত
জেগেই সদা রয়
বিশ্ব মাঝের তোমার কথা
সবাই যেন কয়
তুমি নির্ভয় তুমি আশ্রয়
এ তো জানে বিশ্বময়
তোমার কথা উঠলে যেন
জাগে মনে জয়
মাগো জাগে মনে জয়
মাগো মাগো মাগো
ও মা গো
মাগো জাগে মনে জয়
পরিচয় সরল ভাষায়
জানে গো বিশ্বময়
তোমার ভাষা শুনলে যেন
দূরে যায় ভয়
মাগো জাগে মনে জয়
ও মাগো
মাগো মাগো ও মা গো
তোমার কাছে আমার আছে
আর চাওয়ার কিছু নাই
মায়ের দেওয়া কাপড় আছে
ভাতের পাতে অভাব কিছু নাই
তুমি নির্ভয় তুমি আশ্রয়
এ তো জানে বিশ্বময়
তোমার কথা উঠলে যেন
জাগে মনে জয়
মাগো জাগে মনে জয়
মাগো মাগো মাগো
ও মা গো
মাগো জাগে মনে জয়
দেশ বলে মা তোমায় জানি
তাই তোমার পথেই চলি
তুমিই দেখাও ভোরের আকাশ
মোছাও মনের কালি
তুমি নির্ভয় তুমি আশ্রয়
এ তো জানে বিশ্বময়
তোমার কথা উঠলে যেন
জাগে মনে জয়
মাগো জাগে মনে জয়
মাগো মাগো মাগো
ও মা গো
মাগো জাগে মনে জয়
(END)
Jage Mone Joy - Zarra Singh