Elo Mayer Din - Zarra Singh
আবার এলো মায়ের দিন
পঞ্চমীর এই শুভ দিন
বিদ্যার আলোক থাকুক
ভুবনে ভোরে চিরদিন
জ্ঞান দাও বিদ্যা দাও
দাও তোমার করুণা
হে, বিদ্যা দেবী সরস্বতী
তোমার হয়না তুলনা
তোমার আশীর্বাদে
মা তোমার আশীর্বাদে
কল্যাণেরই ধারা বহে
মা তোমার এমন উপমা
আবার এলো মায়ের দিন
পঞ্চমীর এই শুভ দিন
বিদ্যার আলোক থাকুক
ভুবনে ভোরে চিরদিন
আকাশ বলে তুমি আছো
সবাইকে ভালোবাসো
বাতাস বলে তুমি আছো
প্রত্যেক স্বরে তুমি আছো
তুমি প্রত্যেক ঘরে ঘরে
বিদ্যারূপে আছো
সরস্বতী বিনাধারিনী
তুমি বিদ্যা রূপে আছো
এবার এসেছো বিদ্যাপীঠে
এই জগতো মাঝে
দাও তোমার আলো ভরিয়ে
সকল বিদ্যার্থীর মাঝে
তোমার আশীর্বাদে
মা তোমার আশীর্বাদে
কল্যাণেরই ধারা বহে
মা তোমার এমন উপমা
আবার এলো মায়ের দিন
পঞ্চমীর এই শুভ দিন
বিদ্যার আলোক থাকুক
ভুবনে ভোরে চিরদিন
(End)
Elo Mayer Din - Zarra Singh