Borno Porichoy - Zarra Singh
আমি বেদ পড়িনি
পড়িনি পুরাণ
পড়েছি তোমার
বর্ণ পরিচয়
তোমার দেওয়া
লিপি পড়েই
জেনেছি
তোমার পরিচয়
হে দেবী, হে দেবী
তুমিই বিদ্যা দেবী
বিদ্যার সাগরে বসে
তুমি দিয়েছো আশ্রয়
এই পৃথিবীতে
তাই এসেছে
নব নতুন বিস্ময়
হে দেবী, হে দেবী
তুমিই বিদ্যা দেবী
বিদ্যার সাগরে বসে
তুমি দিয়েছো আশ্রয়
এই পৃথিবীতে
তাই এসেছে
নব নতুন বিস্ময়
তুমিই দিয়েছো আশ্রয়
তুমি দিয়েছো আশ্রয়
তোমারে দেওয়ার লিপি পড়েই
জেনেছি তোমার পরিচয়
রেখো তুমি জীবনে জীবনে
শিক্ষা ঊর্ধ্বতম
শিক্ষা ঊর্ধ্বতম
তোমারি পরশে ধন্য হয়েছে
পৃথিবী উন্নত
পৃথিবী উন্নত
বিদ্যাদায়ীনি নমো নমঃ
নমো নমঃ নমো নমঃ
শুভ্রবর্ণে সরস্বত্যৈ
জ্ঞানেরসারায় ধীমহি
বীণাবাদ্যে নমো নমঃ
বিদ্যাদায়ীনি নমো নমঃ
আমি জ্ঞান জানি না
বিজ্ঞান জানিনা
শুধু জানি তোমার উপমা
হে দেবী সরস্বতী
হে দেবী সরস্বতী
দাও ভরিয়ে বিদ্যা সহকারে
হয়ে আমার বিদ্যা বিধাতা
আমি জ্ঞান জানি না
বিজ্ঞান জানিনা
শুধু জানি তোমার উপমা
হে দেবী সরস্বতী
হে দেবী সরস্বতী
দাও ভরিয়ে বিদ্যা সহকারে
হয়ে আমার বিদ্যা বিধাতা
রেখো তুমি জীবনে জীবনে
শিক্ষা ঊর্ধ্বতম
শিক্ষা ঊর্ধ্বতম
তোমারি পরশে ধন্য হয়েছে
পৃথিবী উন্নত
পৃথিবী উন্নত
(End)
Borno Porichoy - Zarra Singh
(End)