Nei Chakri - Zarra Singh
নেই আর নেই ,সেই
পুরানো দিনের শোনা কথার মতো
অনেক কাজই সহজে পাওয়া যেতো
এখন, বেকার, তুমি আর আমি
চাই চাকরি, চাই চাকরি
চাহিদা, চাই বাঁচার একটি জমি
তবুও ফসল ফলানো দায়
খাব কি, তুমি আর আমি
নেই চাকরি, নেই চাকরি
প্রেম করেছি প্রেমেই আছি
থাকব চিরদিনই
শুধু, প্রেমেই যদি পেট ভরে যেতো
ফিরে আসতো না,, যামিনী
কালো আঁধার নিয়ে সংসারে
বেদনায় ভরা আর্দ স্বরে
নায়িকা তুমি নায়ক আমি
আজও হতে, পারিনি
নেই চাকরি, নেই চাকরি
খাব কি, তুমি আর আমি
দুটি পরিবার একটি তোমার
একটি আমার
তুমিও পারো না
আমিও পারিনা দেখতে
আধারের ছায়াতে হারিয়ে যেতে
জীবনের যামিনী রাতে
তাই থেকো সাথে, রেখে হাতে হাত
আমার সাথে সাথে
পার করাবো দুজন মিলে
ভোরের আলো আনবো ঘরে
কিছু তোমার প্রেম দিয়ে
কিছু আমার
দুজনে মিলেমিশে চিরতরে
পরীক্ষা দিতে হয় দেবো
সিদ্ধান্ত নিতে হয় নেবো
দুহাতের বাঁধন খুলে নেবো
চাকরি নেই,,,
অন্য কিছু তো করবো
করতেই হবে তোমাতে আমাতে
জীবনের ফুটপাতে
যাওয়া-আসা মানুষের থেকে
ভিক্ষা নয়।।
পরিশ্রমের নাম শুনেছি
শুধুই দেয় নেয় না,, কখনো
রাত হারিয়ে ভোরের আলোতে
দুজনা দুজনকে ভালোবাসবো
পার করাবো দুজন মিলে
ভোরের আলো আনবো ঘরে
চাকরি নেই তো হয়েছে কি?
খুঁজে নেবো নতুন জমি।।
(End)
Nei Chakri - Zarra Singh
(End)