Tumi Ele - Zarra Singh
যেমন তুমি এলে
তেমনই তুমি গেলে
যাওয়া আসার মাঝে তুমি
আমার মন নিয়ে গেলে
কিছু না বলে চুপটি করে
আমার চোখের মাঝে
তুমি তোমার ছবি
ছেড়ে গেলে নব সাজে
কেনই বা তুমি করলে
আমাকে এমন করে
আর প্রাণ থাকতে চায় না
তোমাকে ছেড়ে
আরো একটু যদি থেকে যেতে
আরো একটু যদি ভেবে দেখতে
মনের এই ভারীটা হয়তো বুঝতে
হালকা হয়ে যেতো অতি সহজে
যদি আরোএকটু থেকে যেতে
যদি আরো যদি আরো
একটু থেকে যেতে
যেমন তুমি এলে
তেমনই তুমি গেলে
যাওয়া আসার মাঝে তুমি
আমার মন নিয়ে গেলে
মনের বাতাস তুমি শান্ত হয়ে
চেয়ে আছো আকাশের দিকে
প্রাণের নিঃশ্বাস তুমি ক্লান্ত হয়ে
ডাকছো হে প্রিয়া এসো কাছে
প্রেমের পৃথিবী আজ দুই ভাগে
বিভক্ত কেনো হয়ে গেলো
প্রাণের মাঝখানে ওর যাওয়াটাই
ব্যথা ছেড়ে গেলো গেলো
[End]
Tumi Ele - Zarra Singh
Jemon tumi ele,
[End]