Premer Chhoa - Zarra Singh
আশা নিয়ে তোকে
ভাষা নিয়ে তোকে
পরিভাষা বোঝাতেই
ভালোবাসা নিয়ে তোকে।
চলে আমি এসেছি
তোর অনেক কাছাকাছি
ছিলাম, থাকবো, যেমন
আজ যেমন আমি আছি।
প্রেমের ছোঁয়া মন ছুঁয়েছে,
তাই ভালো ভালো লাগে।
তোর ডাকে প্রেম জেগেছে,
তাই আলো আলো লাগে।
গভীরতা ঘনিয়ে গেছে
হৃদয়ের চারপাশে
তোর নামের আবরনে
ঢেকে গিয়েছে।
তাই আর কোনদিন
ফ্যাকাসে হবেনা
এই মনে ভালোবাসা ছাড়া
আর কিছু রবে না।
Premer Chhoa - Zarra Singh
Asha niye toke
Song Meaning
The song expresses a deep and poetic love that transcends words. The speaker approaches their beloved with hope, trying to explain love itself through their feelings. They reveal how close they’ve come—emotionally and spiritually—saying they have always been near and will always remain so. The touch of love has transformed their heart, making everything feel brighter and more beautiful. Surrounded by the presence of their beloved, even their name has enveloped the speaker’s world, creating a sense of completeness. The depth of love is so profound that from now on, their heart will never feel empty again—only love will remain. It's a heartfelt tribute to how true love redefines existence and fills all emotional voids.