Tor Range - Zarra Singh
তোর রঙে আমার
মন ভরে না যে
আরো একটু দে
মাখিয়ে হৃদয় দিয়ে
ভিজে আছি, থাকবো ভিজে,
চিরদিনই যে তোরই প্রেমে
দে লাগিয়ে হালকা করে
ভারী হলেও নেবো মেনে
তোর রঙে আমার
মন ভরে না যে
আরো একটু দে
মাখিয়ে হৃদয় দিয়ে
সেই, তোর দেওয়া রং
আজও ছাড়েনি
ছাড়াবো আমি,
এমন ভাবিনি
রঙে রঙে লিপ্ত হয়ে
প্রেম তৃপ্ত হলো
পরোক্ষ এই হৃদয় মাঝে
প্রমাণ রোয়ে গেলো
এমনই দিয়েছিলিস
এমনই দিয়েছিলিস
রঙ আমারে,
যে আজও ছাড়েনি
লেগে আছে
হৃদয় জুড়ে
সেই প্রেম ভুলে যেতে
আমি আজও পারিনি
গতো ফাগুনের রঙের নেশা
আজও ছাড়িনি
ভিজে আছি, থাকবো ভিজে,
চিরদিনই যে তোরই প্রেমে
দে লাগিয়ে হালকা করে
ভারী হলেও নেবো মেনে
রঙে রঙে লিপ্ত হয়ে
প্রেম তৃপ্ত হলো
পরোক্ষ এই হৃদয় মাঝে
প্রমাণ রোয়ে গেলো
এমনই দিয়েছিলিস
এমনই দিয়েছিলিস
রঙ আমারে,
যে আজও ছাড়েনি
লেগে আছে
হৃদয় জুড়ে
Tor Range - Zarra Singh
Tor ronge amar