Jaanina keno - Zarra Singh
ও চায়না আমায়
জানিনা কেন
কেঁদে বলে গেলো
ও চায়না আমায়
যদি ও না চাই তো আমায়
তাহলে কাঁদলো কেন
বোঝা বড় দায়
ভালোবাসা কারে কয়
বোঝাপড়ায় মন
ভীষণ যন্ত্রণায়
জানিনা কেন
কেঁদে বলে গেলো
ও চায়না আমায়
ও চায়না আমায়
ভালোবাসার দাম দিলাম
মনে কষ্ট আছে নিলাম
জানিনা কোন দোষে
তারে প্রেম করেছিলাম
কল্পনার সেই আলপনায়
মনের কানায় কানায়
এ কোন কালো রং
রাঙিয়ে দিলো
নিজের ভঙ্গিমায়
এমনই ব্যথা অসহ্য যন্ত্রণায়
কল্পনার আলপনায়
সন্ধ্যের পথে রাতের আঁধারে
গেলো চলে কিছু না বোলে
তার ছায়া শুধায় আমারে
তোর কি হবে
তোর কি হবে
ভালোবাসার দাম দিলাম
প্রেমে কষ্ট আছে নিলাম
জানিনা কোন দোষে
তারে প্রেম করেছিলাম
নতো আমায় ও
আজও করতে পারিনি
ভালোবেসেছি তারে আমি
তাই ফেরাতে পারিনি
চাইলো যেতে দিলাম
ভালোবাসার দাম দিলাম
প্রেমে কষ্ট আছে নিলাম
জানিনা কোন দোষে
তারে প্রেম করেছিলাম
তারে প্রেম করেছিলাম
(End)
Jaanina keno - Zarra Singh
(End)
Song Meaning
I don’t know why, but they said with tears that they don’t want me. If they truly didn’t want me, then why did they cry? Love is so difficult to understand. The heart struggles to make sense of it, caught in deep pain and confusion. I still don’t understand why they left with tears in their eyes, saying they don’t want me.
I gave my love wholeheartedly and accepted the pain that came with it. I don’t know what mistake I made to love them the way I did. In the beautiful canvas of my imagination, where love painted every corner of my heart, suddenly a dark shade took over, leaving only sorrow behind. This unbearable pain now colors my world in ways I never imagined.
As the evening turned into night, they left without saying a word. Only their shadow remained, whispering to me, “What will become of you now?”
I gave them all my love and took the suffering that love brought. I still don’t know what fault was mine in loving them. Even today, I couldn’t make them mine, no matter how much I loved them. That’s why I couldn’t stop them from leaving.
They wanted to go, so I let them. I gave them my love, and in return, I took the pain. But I still don’t know what I did wrong to love them the way I did.