Auto kinechi - Zarra Singh
জীবন ছিল বসে
ক্লাবের রকে
হাত চালাতে পা চালাতে
গিয়ার নিলাম হাতে
চলছি ছুটে
চলছি ছুটে
চলছি ছুটে
বাবার পরিশ্রমে
মায়ের কথা শুনে
বউয়ের ভাগ্যতে
অটোর চাকা, ঘুরেছে
ছুটে চলেছে
ছুটে চলেছে
এই শহরের অলি গলিতে
ছুটে চলেছে
একটা অটো কিনেছি
রোজগার করছি
অভাবের তাড়নাকে
দূরে করেছি
কি দারুন খবর
গাড়ি চলছে বরাবর
সকাল-বিকেল কুড়ি টিপ
অনেক গাড়ি কিনবো
পর পর
জয় বাবা বিশ্বকর্মা
করলাম গাড়ি স্টার্ট
চলবে একেবেঁকে
রাজধানী,
সুপারফাস্ট
ছুটে চলেছে
ছুটে চলেছে
এই শহরের অলি গলিতে
ছুটে চলেছে
শহর ডাকে এসো ছুটে
আমাকে পৌঁছে দাও
আমার সময় বাঁচে তোমার সাথে
আমার স্নেহ নাও
যখন, তখন, যেথায় খুশি
তুমি পৌঁছে দিতে পারো
তোমার গতিতে আমি খুশি
এই নাও,,, টাকা, ধরো
ছুটে চলেছে
ছুটে চলেছে
এই শহরের অলি গলিতে
ছুটে চলেছে
Auto kinechi - Zarra Singh
Jibon chhilo bose
Club-er rocke
Haat chalate, paa chalate
Gear nilam haate
Cholchi chute
Cholchi chute
Cholchi chute
Babar porishrome
Mayer kotha shune
Bou-er bhaggote
Auto-r chaaka ghureche
Chhute choleche
Chhute choleche
Ei shohrer oli golite
Chhute choleche
Ekta auto kinechi
Rozgar korchi
Abhaber tadonake
Doore korechi
Ki darun khobor
Gari cholche borabor
Sokal-bikel kuri tip
Anek gari kinbo
Por por
Joy Baba Bishwakarma
Korlam gari start
Cholbe ekebeke
Rajdhani,
Superfast
Chhute choleche
Chhute choleche
Ei shohrer oli golite
Chhute choleche
Shohor dake eso chute
Amake pouchhe dao
Amar shomoy bache tomar shathe
Amar sneho nao
Jokhon, tokhon, jethay khushi
Tumi pouchhe dite paro
Tomar gotite ami khushi
Ei nao, taka dhoro
Chhute choleche
Chhute choleche
Ei shohrer oli golite
Chhute choleche