Tomar Ki - Zarra Singh
তোরপে গেছি, তোরসে গেছি
তোমায় দেখতে না পেয়ে
ইন্সটা-তে,, দেখলে কি ?
মন ভরে, তাতে
কখন আসবে তুমি কাছে
ঐ ,নদীর পারেতে
ঝাল মুড়ি, বাদাম ভাজা
খাবো দুজনাতে
অনেকটাই বোদলে গেছো তুমি
আর আগের মতো, নও
রিলগুলোতে ভিউ বেড়েছে
তাই দেখাচ্ছ, ভাও
যখন তোমার কেউ ছিলনা
তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে
পর, হয়েছি আমি
মন কাঁদে, তাতে
তোমার কি?
তোমার ফাঁদে পড়ে
ভেঙেছি আমি
বুঝেও বোঝোনি
বুঝেও বোঝোনি
তুমি তুমি
শুধুই তুমি
তোরপে গেছি তোরসে গেছি
তোমায় দেখতে না পেয়ে
ইন্সটা-তে,, দেখলে কি ?
মন ভরে তাতে
বিক্ষত নাকি, অক্ষত
কোনটা, তুমি চাও
তোমার মনের তাড়নায়
আমার মনকে, নাচাও
এতদিন হয়ে গেল
দেখা করলে না তুমি
বিক্ষত, মোন করে
আমায় কষ্ট দিলে তুমি
যখন সরুপথে চলেছিলে
আমিই ছিলাম সঙ্গী
এখন সামনে, রাজপথ
আমি পর,,
এমনই তোমার, ভঙ্গি
মন কাঁদে তাতে
তোমার কি?
তোমার ফাঁদে পড়ে
ভেঙেছি আমি
বুঝেও বোঝোনি
বুঝেও বোঝোনি
তুমি তুমি
শুধুই তুমি
তোরপে গেছি তোরসে গেছি
তোমায় দেখতে না পেয়ে
ইন্সটা-তে,, দেখলে কি ?
মন ভরে তাতে
(END)
Tomar Ki - Zarra Singh
Song Description
"Tomar Ki" is a soul-stirring Bengali song by Zarra Singh, capturing the emotions of love, longing, and heartbreak in the digital age. The lyrics reflect the pain of separation, the nostalgia of past love, and the changing dynamics of modern relationships. With deep emotions and heartfelt melodies, this song resonates with anyone who has experienced unspoken love and fading connections.
The song beautifully portrays the journey of a lover who once meant everything but is now just a forgotten memory. With references to social media and lost bonds, "Tomar Ki" brings out the raw reality of modern-day relationships and emotional struggles.
🎶 Feel the emotions, experience the music, and let "Tomar Ki" take you on a heartfelt journey of love and loss! 💙