Ekti Kolom Jaane Na - Zarra Singh
লেখার মর্ম বোঝেনা
পড়ার কর্ম বোঝেনা
জানতে পারে না
বুঝতে পারেনা
লেখাপড়ার শক্তি কতো
কতো ক্ষমতা
একটি কলম জানেনা
একটি পুথি জানেনা
তার কত ক্ষমতা
মাথার বুদ্ধি প্রয়োগ হলেই
বিদ্যা দেখায় সত্যতা
তাই ভয় পেয়ো না
তাই
তাই ভয় পেয়ো না
লেখাপড়ায় আছে কি
প্রশ্ন করো না
এতো অনেক সোজা
শুধুই মনে রাখা
পরীক্ষায় বসে বসে
বইয়ের কথা লেখা
কলম হবে সাথী
জীবনে চলার পথে
বুক পকেটে শোভা পাবে
দেখো একটু ভেবে
একটি কলম জানেনা
একটি পুথি জানেনা
তার কত ক্ষমতা
মাথার বুদ্ধি প্রয়োগ হলেই
বিদ্যা দেখায় সত্যতা
জীবন চিত্রে ফুটেছে রোদ
এলো কোথা থেকে
দিলো কে দিলো কে
কলম নাকি পুথি
অনেক কালো মেঘ
সরেছে কোথা থেকে
সরালো কে সরালো কে
কলম নাকি পুথি
একটি কলম জানেনা
একটি পুথি জানেনা
তার কত ক্ষমতা
মাথার বুদ্ধি প্রয়োগ হলেই
বিদ্যা দেখায় সত্যতা
কার অবদান ওগো
কার অবদান
যোগদানে কে
যোগদানে কে
কলম নাকি পুথি
বলতে পারো একটিবার
কার প্রতিদান
প্রদানে কে প্রদানে কে
কলম নাকি পুথি
জ্ঞানের আলো হারিয়ে যাবে
সে তো হতে পারে না
জ্ঞানের ফল ফুরিয়ে যাবে
সে তো হতে পারে না
একটি কলম জানেনা
একটি পুথি জানেনা
তার কত ক্ষমতা
মাথার বুদ্ধি প্রয়োগ হলেই
বিদ্যা দেখায় সত্যতা
(End)
Ekti Kolom Jaane Na - Zarra Singh