Bole Jao Song Lyrics By Zarra Singh

Editors
0


Bole Jao - Zarra Singh

আবার কবে আসবে তুমি 

বোলে যাও 

এভাবে যেও না চলে 

এমন ভাবে যেওনা তুমি

বোলে যাও 

 আবার কবে আসবে তুমি


যতোই দূরে যাও তুমি

ততোই কাছে টেনে নেবো

দেবো না শুধু 

যা, চাইছো তুমি  

যা, চাইছো তুমি


বেদনার বাতাস জানে 

শূন্যতার, মানে কি 

সে, আমার নিঃশ্বাসের 

যাতনার সাক্ষী 


লক্ষ্মীটি রাগের হাওয়া 

তুমি সঙ্গে নিও না 

ভালোবাসায় ভুলের মেঘে 

তুমি, জল ভরো না 


অঝরে ঝরে যাবে

চোখের ঝরনা হয়ে 

বেদনার, নদীতে তুমি 

যেও নাকো,, বয়ে

যেও,, না,, বয়ে


কথার মাঝে নানান কথায় 

কিছু ভুলের

মাত্রা থেকে যায় 

তাহলে কি যাবে চলে?

তুমি কি চাও? 


এভাবে যেও না চলে 

এমন ভাবে যেওনা তুমি

বোলে যাও 

আবার কবে আসবে তুমি

আবার কবে আসবে তুমি 

বোলে যাও


যতোই দূরে যাও তুমি

ততোই কাছে টেনে নেবো

দেবো না শুধু 

যা, চাইছো তুমি 

যা, চাইছো তুমি


তোমার মনের কথা 

তুমি জানো

আমার মনের ব্যথা 

আমি জানি

ওই সাগর যেমন জানে না 

তার ঢেউয়ের সীমানা

আকাশের বাতাস ঠিক 

করে দেয়,

ওই সাগরের 

উত্তাল সীমানা


তুমিও ঠিক ওই বাতাসের মত,

খেলোনা  আমার মনের সঙ্গে

তবে বাধ্য হবো, ডুবিয়ে দেবো

মনের ব্যথায়, 

যাবো কোথাও হারিয়ে

তাই যেও না, 

তাই যেও না,


যতোই দূরে যাও তুমি

ততোই কাছে টেনে নেবো

দেবো না শুধু 

যা, চাইছো তুমি 

যা, চাইছো তুমি


এভাবে যেও না চলে 

এমন ভাবে যেওনা তুমি

বোলে যাও 

আবার কবে আসবে তুমি

আবার কবে আসবে তুমি 

বোলে যাও


আবার কবে আসবে তুমি 

বোলে যাও 

এভাবে যেও না চলে 

এমন ভাবে যেওনা তুমি

বোলে যাও 

আবার কবে আসবে তুমি


যতোই দূরে যাও তুমি

ততোই কাছে টেনে নেবো

দেবো না শুধু 

যা, চাইছো তুমি 

যা, চাইছো তুমি


বেদনার বাতাস জানে 

শূন্যতার, মানে কি 

সে, আমার নিঃশ্বাসের 

যাতনার সাক্ষী 


লক্ষ্মীটি রাগের হাওয়া 

তুমি সঙ্গে নিও না 

ভালোবাসায় ভুলের মেঘে 

তুমি, জল ভরো না 


অঝরে ঝরে যাবে

চোখের ঝরনা হয়ে 

বেদনার, নদীতে তুমি 

যেও নাকো,, বয়ে

যেও,, না,, বয়ে


কথার মাঝে নানান কথায় 

কিছু ভুলের

মাত্রা থেকে যায় 

তাহলে কি যাবে চলে?

তুমি কি চাও? 


এভাবে যেও না চলে 

এমন ভাবে যেওনা তুমি

বোলে যাও 

 আবার কবে আসবে তুমি

আবার কবে আসবে তুমি 

বোলে যাও


যতোই দূরে যাও তুমি

ততোই কাছে টেনে নেবো

দেবো না শুধু 

যা, চাইছো তুমি 

যা, চাইছো তুমি


তোমার মনের কথা 

তুমি জানো

আমার মনের ব্যথা 

আমি জানি

ওই সাগর যেমন জানে না 

তার ঢেউয়ের সীমানা

আকাশের বাতাস ঠিক 

করে দেয়,

ওই সাগরের 

উত্তাল সীমানা


তুমিও ঠিক ওই বাতাসের মত,

খেলোনা  আমার মনের সঙ্গে

তবে বাধ্য হবো, ডুবিয়ে দেবো

মনের ব্যথায়, 

যাবো কোথাও হারিয়ে

তাই যেও না, 

তাই যেও না,


যতোই দূরে যাও তুমি

ততোই কাছে টেনে নেবো

দেবো না শুধু 

যা, চাইছো তুমি 

যা, চাইছো তুমি


এভাবে যেও না চলে 

এমন ভাবে যেওনা তুমি

বোলে যাও 

আবার কবে আসবে তুমি

আবার কবে আসবে তুমি 

বোলে যাও

(End)


Bole Jao - Zarra Singh

Bole Jao 

Abar Kobe Asbe Tumi
Bole Jao
Ebhabe Jeyo Na Chole
Emon Bhabe Jeyo Na Tumi
Bole Jao
Abar Kobe Asbe Tumi

Jotoi Doore Jao Tumi
Totoi Kachhe Tene Nebo
Debo Na Shudhu
Ja, Chaicho Tumi
Ja, Chaicho Tumi

Bedonar Batas Jane
Shunyotar, Mane Ki
Se, Amar Nishwacher
Jatnar Sakshi

Lokkhiti Rager Hawa
Tumi Songe Nio Na
Bhalobasay Bhuler Meghe
Tumi, Jol Bhoro Na

Ojhore Jhore Jabe
Chokher Jhorna Hoye
Bedonar, Nodite Tumi
Jeyo Nako, Boye
Jeyo, Na, Boye

Kathar Majhe Nanan Kathay
Kichu Bhuler
Matra Theke Jay
Tahole Ki Jabe Chole?
Tumi Ki Chao?

Ebhabe Jeyo Na Chole
Emon Bhabe Jeyo Na Tumi
Bole Jao
Abar Kobe Asbe Tumi
Abar Kobe Asbe Tumi
Bole Jao

Jotoi Doore Jao Tumi
Totoi Kachhe Tene Nebo
Debo Na Shudhu
Ja, Chaicho Tumi
Ja, Chaicho Tumi

Tomar Moner Kotha
Tumi Jano
Amar Moner Byatha
Ami Jani

Oi Sagar Jemon Jane Na
Tar Dhowyer Simana
Akasher Batas Thik
Kore Dey,
Oi Sagarer
Uttal Simana

Tumi-o Thik Oi Bataser Moto,
Khelona Amar Moner Songe
Tobe Baddho Hobo, Dubiye Debo
Moner Byathay,
Jabo Kothao Hariye

Tai Jeyo Na,
Tai Jeyo Na,

Jotoi Doore Jao Tumi
Totoi Kachhe Tene Nebo
Debo Na Shudhu
Ja, Chaicho Tumi
Ja, Chaicho Tumi

Ebhabe Jeyo Na Chole
Emon Bhabe Jeyo Na Tumi
Bole Jao
Abar Kobe Asbe Tumi
Abar Kobe Asbe Tumi
Bole Jao

(End)

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top