He Shubho Noboborsho - Zarra Singh
হে তুলিকা তুমি এঁকে দাও
বৈশাখের পুরো ছবি
রেখো তোমার আদর ভরে
মনকে করো কবি
এমন হবে ছবি,
যেমন জীবন্ত প্রতিচ্ছবি
রঙে রঙে ভরিয়ে রেখো
যেমন তুমি দামি
হে শুভ নববর্ষ
দিও শুভ বার্তার প্রতিচ্ছবি
হে তুলিকা রং ভরে দাও
তুমি সর্ব জীবনে
তুমি এলে আদর করে
নববর্ষের সমর্পনে
পরিপূর্ণের মানে আছে
প্রতিটা পদে পদে
তুমি এলে আদর করে
নববর্ষের সমর্পনে
পরিপূর্ণের মানে আছে
প্রতিটা পদে পদে
প্রথম দিন নববর্ষের
শুভ হবেই হবে
তাই তোমার বাতাসে
তাই তোমার আকাশে
বেঁচে আছি প্রাণ ভরে
পাশে তুমি রবে
ভুল করেছি ঠিক করেছি
সেগুলো এখন গত
তোমার সাথে পা মিলিয়ে
আমি চলবো অনবরত
বলবো ভালো কথা
শুনব ভালো কথা
ভালো মনের দশা রেখে
ভুলবো মনের ব্যথা
[End]
He Shubho Noboborsho - Zarra Singh
He Tulika, Tumi Ake Dao
[End]
Song Meaning
This song is a heartfelt tribute to Pohela Boishakh (Bengali New Year), where the singer calls upon "Tulika" (paintbrush) to paint the essence of the new year with vibrant colors. The lyrics express the beauty and joy of the occasion, symbolizing a fresh start filled with hope, love, and positivity.
The song emphasizes letting go of past mistakes and moving forward with a renewed spirit, embracing happiness and good intentions. It encourages celebrating the arrival of a new year with warmth and love, filling every moment with beautiful emotions and aspirations.
The singer believes that the first day of the new year will bring blessings and positivity, setting the tone for the days ahead. The message is about embracing change, spreading kindness, and cherishing life with a pure heart.