Moner Pakhi - Zarra Singh
চিরদিনই থাকবো সাথী
বলতে পারি, হলপ করে
শুধু তোমাকে
শুধুই, তোমাকে
আমার মনের একটি পাখি
যে, রয়েছে মনের ঘরে
তোমার নাম তাতে
তোমারি, নামে
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
লেখা হয়ে গেছে
সেই কবে থেকে
যেদিন তুমি কাছে এসে
বলেছো আমাকে
তোমার প্রেমের স্রোতে ভেসে
তোমায় পেলাম শেষে
ভালোবেসে দিলে, ভূমি
ভালোবাসার দেশে
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
ও আমার মনের পাখি
কেন তুমি ভালবেসেছ
বলো আমাকে ওগো
বলো আমাকে
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
ও আমার মনের পাখি
কেন তুমি ভালবেসেছ
বলো আমাকে ওগো
বলো আমাকে
আমার মনের একটি পাখি
যে, রয়েছে মনের ঘরে
তোমার নাম তাতে
তোমারি, নামে
লেখা হয়ে গেছে
সেই কবে থেকে
যেদিন তুমি কাছে এসে
বলেছো আমাকে
তোমার প্রেমের স্রোতে ভেসে
তোমায় পেলাম শেষে
ভালোবেসে দিলে ,ভূমি
ভালোবাসার দেশে
(End)
Moner Pakhi - Zarra Singh
(End)
Song Meaning – "Moner Pakhi"
"Moner Pakhi" (The Bird of My Heart) is a beautiful Bengali love song that expresses deep emotions, eternal promises, and heartfelt devotion. The lyrics capture the essence of true love, commitment, and the feeling of belonging to someone special.
The song begins with a strong promise of staying together forever, emphasizing trust and loyalty. The singer confesses that their heart carries a special bird—symbolizing love—that sings only the beloved's name. This imagery reflects how love is deeply ingrained in one's soul.
The chorus, "Ami bhalobashi tomake" (I love you), is a heartfelt declaration of affection, repeated throughout the song to reinforce the deep emotions. The lyrics describe how love was destined from the very moment their paths crossed, marking a journey of emotions, longing, and fulfillment.
As the song progresses, the singer reminisces about how their beloved’s love has carried them into a world of happiness, a metaphorical "land of love" where emotions flourish. The reference to "premer srote bhese" (floating in the stream of love) symbolizes surrendering to love’s flow, allowing it to guide them to their true destiny.
The repeated call to "Moner Pakhi" (the bird of the heart) questions why the beloved has chosen to love them, seeking affirmation and reassurance of the depth of their feelings. This conveys both gratitude and an intimate curiosity about the magic of love.
Overall, "Moner Pakhi" is a deeply emotional and romantic song, perfect for expressing feelings on special occasions like Valentine’s Day. It embodies love’s purity, eternal devotion, and the unbreakable bond between two souls. 💖🎶